ডায়েরি মানুষ এর মনের ভাব প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সহায়ক।ডায়েরিতে আমাদের প্রতিদিনের হাসি-কান্না,আনন্দ -অনুভূতিগুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে। ব্যক্তি জীবনের আলপনা ডায়েরিতে প্রতীয়মান হয়।
অনেক সময় আমরা আমাদের মনের ভাবগুলো তুলে ধরতে পারিনা। কাউকে বলতে পারিনা।কারণ নিষ্ঠুর এই দুনিয়াতে কথা শুনা মানুষের বড়ই অভাব।মানুষ আমার কথা শুনতে না চাইলেই একটি ডায়েরি ঠিকই আমার মনের কথা শুনবে।
ডায়েরি আমাদের নিত্যদিনের ভাব প্রকাশের উত্তম মাধ্যম।আমাদের জীবনের সাফল্য ব্যর্থতা সবকিছু লিপিবদ্ধ থাকে আমাদের এই ডায়েরিতে।ডায়েরি আমাদের জীবনে উত্তম বন্ধু হিসেবে কাজ করে। তাই আমি ডায়েরি লিখার অভ্যাস করেছি। ভবিষ্যতে আমি যাতে আমার প্রতিটি স্মৃতি এই ডাইরিতে খুঁজে পাই।